সাধারণ

আসামে গুলিবিদ্ধ মুসলিম ব্যক্তির ওপর ফটোগ্রাফারের হামলা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে পুলিশের গুলিতে আহত এক মুসলিম ব্যক্তির বুকের ওপর এক ফটোগ্রাফারের দফায় দফায় হামলার ভিডিও ভাইরাল হয়েছে। হামলাকারী বিজয় বানিয়া নামে ওই ব্যক্তি দরং জেলা প্রশাসনে কর্মরত।

গত বৃহস্পতিবার আসাম রাজ্যের দরং জেলার ধলপুর গ্রামে ২৫ হাজার একরের অধিক জমি থেকে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালায় আসামের পুলিশ। ওই ঘটনায় পুলিশের গুলিতে মারা যায় দুইজন। আহত হয় নয় পুলিশসহ কমপক্ষে ২০ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৭২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশের গুলিতে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকা মইনুল হক নামে স্থানীয় একজন বাঙালি মুসলিমের ওপর বার বার একজন ফটোগ্রাফার হামলে পড়ছেন। মইনুল হকের দেহে যখন প্রাণ ছিল না, তখনও ওই ফটোসাংবাদিক লাথি মারছিলেন।

বলছেন, ওই ফটোগ্রাফারের নাম বিজয় বানিয়া বলে জানিয়েছেন দরং পুলিশের এসপি সুসান্ত বিশ্ব শর্মা।

সূত্র: ইন্ডিয়া টুডে

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button