সাধারণ

আল্লাহ’র দয়ায় আমরা কাশ্মীরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফিরিয়ে আনব।……ওমর আবদুল্লাহ

 

আন্তর্জাতিক ডেস্ : জম্মু-কাশ্মীরে স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছেন ভারতের কাশ্মীরভিত্তিক ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ১ মার্চ সোমবার বান্দিপোরায় এক জনসভায় তিনি জম্মু-কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি।

ভারতীয় সংবিধানের ৩৫(এ) এবং ৩৭০ ধারার প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘নিজদের স্বতন্ত্র সত্তা বজায় রাখতে আমরা সংবিধানে কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছি। আমরা বলেছিলাম, আমাদের স্বতন্ত্র পরিচিতি বজায় রাখতে হবে। আমাদের নিজস্ব আইন, পতাকা থাকবে।’
‘একসময় আমাদের সদর-এ-রিয়াসত (রাষ্ট্রপতি) এবং ওয়াজির-এ-আজম (প্রধানমন্ত্রী) ছিলেন। আল্লাহ’র দয়ায় আমরা তা ফিরিয়ে আনব।’ ৩৫(এ) এবং ৩৭০ ধারায় হাত দিলে আগামীদিনে ভারত থেকে কাশ্মীর আলাদা হয়ে যাবে।

ওমরের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়ার সময় তা কোনও সময়সীমার মধ্যে বাঁধা হয়নি। বরং বলা হয়েছিল যে যতদিন জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ হিসেবে থাকবে, ততদিন তারা বিশেষ মর্যাদার সুবিধা পাবে। তাই কাশ্মীরের সঙ্গে ভারতের সম্পর্ক ওই সূত্রেই যুক্ত হয়ে রয়েছে।
ওমরের এই মন্তব্যের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যুতে কংগ্রেসকে তার অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি। ন্যাশনাল কনফারেন্স কীভাবে এমন দাবি তোলার সাহস পায়, তেলেঙ্গানার সেকেন্দেরাবাদে এক নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের কাছে সে জবাবও চেয়েছেন তিনি।

এর আগে পিডিপি নেত্রী ও জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও বলেছিলেন।, ‌‌বিশেষ মর্যাদা সরিয়ে নিলে জম্মু-কাশ্মীরের সঙ্গে ভারতের সম্পর্ক শেষ হয়ে যাবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button