আলীকদমে আগুনে পুড়ে ২ ম্রো যুবকের মৃত্যু

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আগুনে পুড়ে দুই ম্রো যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ১নং সদর ইউনিয়নের কলারঝিরি লাংড়ি মুরুং পাড়ায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ধনরই ম্রো কারবারির ছেলে রেংনং ম্রো (৩৬) ও মার ম্রোর ছেলে রিংরাও ম্রো (৩২)। এ ঘটনায় পাশের ঘরে থাকা মেনরাই ম্রো (৪২) আগুনে পুড়ে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে লাংড়ি মুরুং পাড়ায় মেনরাই ম্রো এর ঘরে মদ খেয়ে ঘুমিয়ে পড়ে তিন যুবক। রাতে অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় কুপির বাতি না নিভিয়েই ঘুমিয়ে পড়েন তারা। পরবর্তীতে গভীর রাতে কুপি বাতি (চেরাগ বাতি) পড়ে গিয়ে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এসময় মদ্যপ থাকায় ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় ওই দুই যুবক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাছির উদ্দিন জানান, খবর পেয়ে ভোর রাতেই কলারঝিরি লাংড়ি মুরুং পাড়ায় পরিদর্শন করে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করেছি। পাশাপাশি ঘটনাস্থল থেকে আহত মেনরাই ম্রো (৪২) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি ।