সাধারণ

আমরা কোনো বিদেশি সামরিক ঘাঁটি মেনে নেবো না ……….. ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালিহ আল-ফাইয়াদ

আন্তর্জাতিক ডেস্ক : আমরা কোনো বিদেশি সামরিক ঘাঁটি অথবা বিদেশি সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালিহ আল-ফাইয়াদ । দেশের ভেতরে যেকোনো ধরনের বিদেশি সামরিক ঘাঁটির বিরোধী বাগদাদ সরকার। তবে ইরাক সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের কারণে সামরিক উপদেষ্টা বা ইনস্ট্রাটক্টরদের উপস্থিতির বিষয়টি ব্যতিক্রম বলে গণ্য হবে।
ফালিহ আল-ফাইয়াদ বলেন, সামরিক উদেষ্টারা চলমান দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে লজিস্টিক ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিচ্ছে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে বলেছেন,
বাইরের কোনো দেশের নির্দেশনা গ্রহণ করবে না ইরাক সরকার। নিজের ভূমিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি কখনোই মেনে নেবো না।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button