সাধারণ
আমরা কোনো বিদেশি সামরিক ঘাঁটি মেনে নেবো না ……….. ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালিহ আল-ফাইয়াদ

আন্তর্জাতিক ডেস্ক : আমরা কোনো বিদেশি সামরিক ঘাঁটি অথবা বিদেশি সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালিহ আল-ফাইয়াদ । দেশের ভেতরে যেকোনো ধরনের বিদেশি সামরিক ঘাঁটির বিরোধী বাগদাদ সরকার। তবে ইরাক সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের কারণে সামরিক উপদেষ্টা বা ইনস্ট্রাটক্টরদের উপস্থিতির বিষয়টি ব্যতিক্রম বলে গণ্য হবে।
ফালিহ আল-ফাইয়াদ বলেন, সামরিক উদেষ্টারা চলমান দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে লজিস্টিক ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিচ্ছে।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে বলেছেন,
বাইরের কোনো দেশের নির্দেশনা গ্রহণ করবে না ইরাক সরকার। নিজের ভূমিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি কখনোই মেনে নেবো না।