আফগান যুদ্ধের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ……… পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কোনো বিষয়ে পাকিস্তান আর নিজেদের জড়াবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
২৫ এপ্রিল বৃহস্পতিবার এক বক্তৃতায় ইমরান খান বলেন, আফগান যুদ্ধের কারণে প্রতিবেশী এ দুই দেশের অনেক ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় পর আফগানিস্তানে শান্তি ফেরার একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে। এ শান্তি প্রক্রিয়া সফল করার জন্য আমরা সব ধরনের কূটনৈতিক সহায়তা চালিয়ে যাব। আফগানিস্তানের সরকার ও জনগণ তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পাকিস্তান জোরপূর্বক আলোচনার মাধ্যমে আফগান ইস্যুতে সমাধান খোঁজার পক্ষে নয়। এ অঞ্চলে শান্তি ফেরানোর গুরুত্ব অনুধাবন করতে পাকিস্তান সবাইকে আহ্বান জানিয়েছে উল্লেখ করে ইমরান খান বলেন, শান্তি প্রক্রিয়া সফল করতে পাকিস্তান সব ধরনের কূটনৈতিক ও নিরাপত্তা প্রচেষ্টা করছে।
সূত্র: জিয়ো নিউজ ও এক্সপ্রেস নিউজ