সাধারণ

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন

 

আরিফ মাহমুদ : আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৮ উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্নীতিবিরোধী বেসরকারী সংগঠন টিআইবি, তৃণমূল উন্নয়ন সংস্থাা ও ব্র্যাকের সহযোগিতায় যৌথভাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ সেপ্টেম্বর সকাল ৯:৩০ ঘটিকায় বর্ণাঢ্য র‌্যালীটি শহরের শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ ই একমাত্র আইন যার দ¦ারা জনগন তাদেঁর ক্ষমতা প্রয়োগ করে । তথ্যের উন্মুক্ততা দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে, তাই প্রতিটি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে তথ্য প্রদানকারী কর্মকর্তা, বিকল্প তথ্য প্রদানকারী তথ্য কর্মকর্তা নিয়োগ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তথ্য প্রাপ্তিতে জনগনকে সচেতন হতে হবে এবং তাদেঁর সচেতনতা বৃদ্ধিতে সরকারী – বেসরকারী সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউসার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নুরুন্নবী চৌধুরী, সনাক সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা, টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, তুণমূল উন্নয়ন সংস্থাার প্রোগ্রাম ম্যানেজার সুবস চাকমা, ব্র্যাক প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীর

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button