আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন

আরিফ মাহমুদ : আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৮ উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্নীতিবিরোধী বেসরকারী সংগঠন টিআইবি, তৃণমূল উন্নয়ন সংস্থাা ও ব্র্যাকের সহযোগিতায় যৌথভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ সেপ্টেম্বর সকাল ৯:৩০ ঘটিকায় বর্ণাঢ্য র্যালীটি শহরের শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ ই একমাত্র আইন যার দ¦ারা জনগন তাদেঁর ক্ষমতা প্রয়োগ করে । তথ্যের উন্মুক্ততা দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে, তাই প্রতিটি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে তথ্য প্রদানকারী কর্মকর্তা, বিকল্প তথ্য প্রদানকারী তথ্য কর্মকর্তা নিয়োগ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তথ্য প্রাপ্তিতে জনগনকে সচেতন হতে হবে এবং তাদেঁর সচেতনতা বৃদ্ধিতে সরকারী – বেসরকারী সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউসার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নুরুন্নবী চৌধুরী, সনাক সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা, টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, তুণমূল উন্নয়ন সংস্থাার প্রোগ্রাম ম্যানেজার সুবস চাকমা, ব্র্যাক প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীর