আদিবাসী স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন


admin প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন /
  আদিবাসী স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

 

প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ স্বীকৃতি দাবি এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধন করে প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫’ প্রণয়নের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রস্তাবিত আইনটি বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। পার্বত্য অঞ্চলে ‘আদিবাসী’ বলে কোনো সত্তা নেই, বরং এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করেন, যারা সকলেই বাংলাদেশের নাগরিক। আদিবাসী বলতে বাঙালিরাই আদিবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, “প্রস্তাবিত আইনটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বিভাজন ও অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।” তারা আইনটি বাতিল করে পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানান।