সাধারণ

আদালতের রায় উপেক্ষা . রেকর্ডিয় ভূমি হতে দখলদারদের উচ্ছেদের দাবীতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ ঃ আদালতের নির্দেশনা অমান্য করে রেকর্ডিয় ভূমি দখলপূর্বক বসবাসের প্রতিবাদে এবং দখলদারদের উচ্ছেদের দাবীতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে নিলুফা আকতার নামে এক নারী ও তার পরিবারের সদস্যরা। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিলুফা আকতারের বড় ছেলে তানভীর হোসেন ইমন। লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন, বিগত ২০০৩ সালে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২৩৫ নং নাকাপা মৌজার ১৬৮/২২৬ নং হোল্ডিংয়ের ১১০৬ নং দাগের ৪০ শতক ভূমি ক্রয়পূর্বক নিলুফা আকতারের নামে রেকর্ডভুক্ত করা হয়। ওই ভূমির কিছু অংশে সুনীল ঘোষ, পিতা- রজনী ঘোষ, রাজন মালী, পিতা- সন্তোষ মালী ও সুজন বড়ুয়া, পিতা- মৃত প্রকাশ বড়ুয়া নামে তিন ব্যক্তি মাসিক পাঁচশত টাকা হারে পৃথক পৃথকভাবে ভাড়ায় নিয়ে নিজেরা কাঁচা ঘর নির্মাণ করে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। কিছুদিন জমি ভাড়ার টাকা নিয়মিত পরিশোধও করেছিলেন তারা। পরবর্তীতে ২০০৪ সালের শুরুর দিকে ওই ভূমিতে পুরনো ঘর সংস্কার ও নতুন ঘর তোলার প্রয়োজন দেখা দিলে ওই তিন ভাড়াটিয়াকে অন্যত্র চলে যাওয়ার জন্য অনুরোধ করেন ভূমির মালিক নিলুফা আকতার ও তার পরিবার। তখন ওই তিন ভাড়াটিয়া নিলুফা বেগমের রেকর্ডিয় ভূমির দখল ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেয়। সেই সাথে ওই তিন ভাড়াটিয়া সুনীল ঘোষ, রাজন মালী ও সুজন বড়ুয়া যোগসাজশ জায়গা ভাড়া প্রদান করাও বন্ধ করে দেন। উপরন্তু তারা নিলুফা আকতার ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি দেয়া শুরু করেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বারবার জানানোর পরও কোন ফল পায়নি নিলুফা আকতার। জনপ্রতিনিধিরা বিষয়টির সুরাহা না দিয়ে উল্টো অভিযুক্তদের নিকট কমমূল্যে জায়গাটি বিক্রয় করে দেয়ার পরামর্শ দেয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মলেন। উপয়ান্তর না পেয়ে ২০০৪ সালের মার্চ মাসে নিলুফা আকতার বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছর পর ২০১২ সালের ১৫-ই মে তৎকালীন যুগ্ন-জেলা জজ জনাব একেএম এনামুল করিম মহোদয়ের আদালত মামলাটির রায় ঘোষণা করেন। মামলার রায়ে ঘোষণার ৩০ দিনের মধ্যে অভিযুক্তদের ওই ভূমি ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। তবে প্রায় ৯ বছর অতিবাহিত হলেও অভিযুক্তরা নিলুফা আকতারের রেকর্ডিয় ভূমির দখল ছাড়েননি। আদালতের রায়ও অমান্য করে অদ্যাবদি জোরপূর্বক তারা ওই ভূমিতে বসবাস করে আসছেন বলেও অভিযোগ নিলুফা আকতারের পরিবারের। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের রায়ের পরও তারা ওই ভূমির দখল না ছাড়ায় পরপর দুবার আইজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করলেও তারা এতে কোন কর্ণপাত করেননি। পরবর্তীতে আদালতের রায়ের অনুলিপি নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও রহস্যজনক কারণে পুলিশের কোন সহযোগীতাও পায়নি ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে রেকর্ডিয় ভূমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানায় পরিবারটি। সংবাদ সম্মেলনে ভূমির মালিক নিলুফা আকতার, তার স্বামী মোতাহের হোসেন মিলন ও দুই ছেলে তানভীর হোসেন ইমন, ইনহাছ হোসেন ইভান উপস্থিত ছিলেন।

 

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button