সাধারণ

আত্মকর্ম সংস্থানে সহযোগীতা চায় প্রতিবন্ধী চান কুমার ত্রিপুরা

 জ্যোতি ত্রিপুরা : মাটিরাঙ্গা উপজেলায়, আমতলী ইউনিয়ন, বামাগোমতি মৌজা, অনন্ত কুমার কার্বারী পাড়ার বাসিন্দা চান কুমার ত্রিপুরা (১৮)।  সে জন্মগত ভাবে দৃষ্টি প্রতিবন্ধী। পিতা গোপাল চন্দ্র ত্রিপুরা(৪৫) দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কলা ব্যবসা করে কোনমতে সংসার চালান। চান কুমার ছিল সংসারে বড় ছেলে তিনি দৃষ্টি প্রতিবন্ধী এবং তার ছোট বোনও শারিরীক প্রতিবন্ধী। তাই চান কুমার সংসারের বড় ছেলে হিসেবে পিতাকে সহযোগিতা করতে চায়। অন্ধ হলেও সে বিভিন্ন কাজে পারদর্শি । তাই সে  কর্মসংস্থানের জন্য  সরকার ও বিত্তবান ব্যত্তিদের নিকট সহযোগিতা কামনা করছেন। যোগাযোগ – চান কুমার ত্রিপুরা ০১৬৯০০৫১২৪৫.

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button