সাধারণ

আঞ্চলিক দলের অপ-রাজনীতি পার্বত্যাঞ্চলের অগ্রগতিকে বাধাগ্রস্থা করছে -কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

 

প্রতিনিধি ঃ-আন্দোলনের নামে স্বাধীনতার নামে আঞ্চলিক দলের অপ-রাজনীতি ও অর্ন্তঘাত পার্বত্যাঞ্চলের অগ্রগতিকে বাধাগ্রস্থা করছে। যুব সমাজকে এই বিভ্রান্তি থেকে মৈত্রীময় পথে এনে সৃজন-কল্যাণে নিবেদিত করে শিক্ষা এবং অর্থনৈতিক শক্তিতে বলীয়ান হবার আহ্বান জানিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
৪ নভেম্বর রবিবার জেলার মহালছড়ি উপজেলার কায়াংঘাট সারনাথ বন বিহারে কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
কঠিন চীবর দানের বিশেষ তাৎপর্য বিষয়ে ধর্ম দেশনা প্রদান করেন রাঙ্গমাটি বন বিহার ধর্মীয়গুরু আর্য্য জ্যোতী ভিক্ষু। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, শুভ মঙ্গল চাকমা ও সুপাল চাকমা প্রমূখ।
কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি আরো বলেন, আদর্শের কথা বলে মানুষের প্রাণ হরণ, বলপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া ঠিক নয়। আঞ্চলিক দলের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানাই, সময় থাকতে পাহাড়িদের ভবিষ্যত চিন্তা করে নমনীয়-সহনশীল এবং সত্যের মুখোমুখি হোন ।
সভায় অন্যান্য বক্তারা বলেন, আঞ্চলিক দলের নামে মানুষ হত্যা, গুম, খুন, অপহরণ এবং চাঁদাবাজির মহোৎসব হচ্ছে। ১৯৯৭ সালে চুক্তি হওয়ার পর এবং পরবর্তীতে বর্তমান সরকারের টানা দশ বছরে খাগড়াছড়ি জেলার প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড উন্নয়নের জোয়ারে ভাসছে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের কাজ করেছে। তাই আমাদের সকলকে আওয়ামীলীরে জন্য আবার নৌকা মার্কায় ভোট দেওয়া নৈতিক কর্তব্য।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button