সাধারণ

আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলো নেশা দ্রব্য গাঁজা

 

প্রতিনিধি :-খাগড়াছড়ি জেলা সদরে সেনা অভিযানে নেশা দ্রব্যএকটি  গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে । ৪ জানুয়ারী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলার সাত পরিবারপাড়া এলাকায় সদর জোন অধিনস্থা আলুটিলা সেনা ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে ৩৫টি গাঁজা গাছসহ একটি গাঁজার ক্ষেত সনাক্ত করে সেনাবাহিনী। পরবর্তীতে স্থানীয় কারবারী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব গাঁজা গাছ সমূলে উৎপাটন করে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
আলুটিলা সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল আহমেদ বলেন, অবৈধ কর্মকান্ড প্রতিরোধ করার লক্ষ্যে সাব-জোনের আওতাধীন সকল এলাকায় নজরদারীর পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, জোন অধীনস্থ এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না। এ ব্যাপারে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button