সাধারণ

আওয়ামী লীগ সরকারেই ভরসা সৌদির

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের মাত্র আড়াই মাস আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে লাল গালিচা সংবর্ধনা পেলেন। সৌদি বাদশাহ এবং রাজপরিবার এর মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিল, বাংলাদেশে তারা আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় দেখতে চায়।

২০১৫ সালে উইকিলিকসে প্রকাশিত সৌদি কূটনৈতিক বার্তায় জানা গিয়েছিল, সৌদি রাজকীয় খরচে আরাফাত রহমানের চিকিৎসার ব্যাপারে খালেদা জিয়া একের অধিকবার বাদশাহকে অনুরোধ করেছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের আশঙ্কায় সাড়া দেয়নি তৎকালীন সৌদি আরব সরকার।

এছাড়া যুদ্ধাপরাধের বিচার বন্ধে জামায়াতে ইসলামী ‘একাধিকবার’ সৌদি আরবের হস্তক্ষেপ আশা করেছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও রাজনৈতিক সংকট মেটাতে সৌদি সরকারের মধ্যস্থাতা চেয়েছিলেন। কিন্তু সৌদি আরব তাতে কোনো সাড়া দেয়নি। উভয় প্রসঙ্গে হস্তক্ষেপ না করার বিষয়ে সৌদি বাদশাহ একটি বাদশাহি ফরমান পর্যন্ত জারি করে আওয়ামী লীগে আস্থাা রেখেছিলেন।

২০০৮ থেকে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ছয় বছর ঢাকায় ড. বুসাইরি সৌদি রাষ্ট্রদূত ছিলেন। উইকিলিকসে প্রাপ্ত তারবার্তাগুলো তার সময়েই ঢাকা থেকে প্রেরিত হয়েছে। সৌদি রাজপরিবার এবং ঢাকা-রিয়াদ সম্পর্কের বিষয়ে একজন অভিজ্ঞ ঊর্ধ্বতন কূটনীতিক বলেছেন, ‘সৌদি আরব কখনো যুদ্ধাপরাধীর বিচার প্রশ্নে আওয়ামী লীগ সরকারকে আকারে-ইঙ্গিতেও কিছু বলেনি। অবশ্য বাংলাদেশ সরকারই নিজ থেকে তাদের এই বিচারের বিষয়ে সব সময় অবহিত করে এসেছে’।

তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল (বর্তমান বাদশাহ সালমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা) প্রয়াত বাদশাহ আবদুল্লাহর বিশেষ সচিবকে ২০১২ সালের মার্চে বলেন, ‘সৌদি সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে রিয়াদস্থা বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে সৌদি আতিথেয়তার খরচে চিকিৎসার জন্য একটি অনুরোধপত্র পেয়েছেন।’ আরাফাত রহমান আর্থিক দুর্নীতির দায়ে কারাদ-প্রাপ্ত উল্লেখ করে তাকে জানানো হয় যে আপাতত তিনি থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আছেন। বার্তায় এরপর লেখা হয়েছে ‘খোঁজখবর নিয়ে জানা গেছে, তার রোগের চিকিৎসা সৌদি আরবে যেমন আছে, তেমনি থাইল্যান্ডেও রয়েছে। এমতাবস্থাায় এ বিষয়টি এড়ানো উত্তম হবে। কেননা, এতে করে শেখ হাসিনা সরকার এবং সৌদি সরকারের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হবে।’

উল্লেখ্য, সৌদি আরবে চলতি বছর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। সফর শেষে আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ১৮ অক্টোবর তিনি মক্কায় ওমরাহ পালন করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button