সাধারণ
আইএবি’র ইসলামী আইনজীবি পরিষদের সভাপতি সিনিয়র এ্যাডভোকেট আবদুল মমিনের পদত্যাগ

মো: রহিম হৃদয় : ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার শাখার ‘ ইসলামী আইনজীবি পরিষদ এর সভাপতি সিনিয়র এ্যাডভোকেট (নোটারী পাবলিক সমগ্র বাংলাদেশ) আবদুল মমিন দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি একাধারে আইএবি খাগড়াছড়ি সদর শাখার সভাপতির দায়িত্বও পালন করতেন। তিনি সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করেছেন। আইএবি এর আমীর/মহাসচিব বরাবরে ২৫-০৫-২০১৯ইং তারিখে স্বাক্ষরিত পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, আইএবি খাগড়াছড়ি জেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পারস্পারিক অসহযোগীতা, অবমূল্যায়ন, প্রতিহিংসা পরায়ন ও আক্রমাণাত্বক মনোভাব, অনিয়ম, আকষ্মিক সিদ্ধান্ত গ্রহন, দূর্নীতি গ্রস্থাদের বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাা গ্রহন না করা, অর্থ আত্মসাতের বিষয়ে সঠিক তদন্ত না করার কারনে আইএবি’র সকল পদ থেকে এ্যাডভোকেট আবদুল মমিন পদত্যাগ করেছেন।