সাধারণ

অসুস্থ্য শিশুর চিকিৎসায় খাগড়াছড়ি জোনের আর্থিক অনুদান

 

প্রতিনিধি : মুছলেমা আক্তার নামে একজন গরীব শিশুকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সদর জোন। ১৭ ফেব্রুয়ারি রবিবার শিশুটির হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। মুছলেমা খাগড়াছড়ি সদর উপজেলার এপিব্যাটালিয়ন (মুসলিমপাড়া) এলাকার বাসিন্দা মো. মোসলেম উদ্দিনের মেয়ে। শিশুটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুদান পেয়ে শিশুটির বাবা খাগড়াছড়ি সদর জোনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অর্থের অভাবে আমার মেয়েটির চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। খাগড়াছড়ি সদর জোনের এই অনুদান প্রাপ্তিতে আমার মেয়েটির চিকিৎসা পুনরায় শুরু করতে পারবো’।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button