সাধারণ

অবশেষে শপথ গ্রহণ করে জল্পনা কল্পনার অবসান

 মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা প্রতিনিধি:

সকল জল্পনা কল্পনার অবসান হয়ে অবশেষে তবলছড়ি ইউপি নির্বাচনে ( স্বতন্ত্র) চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবুল কাশেম ভুইঁয়া। ২৬ শে জানুয়ারী বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করালেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। মামলার জটিলতা কাটিয়ে গত ১২ জানুয়ারী আবুল কাশে ভুইয়াকে তবলছড়ি ইউপি চেয়ারম্যান হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,গত ১১ নভেম্বর তবলছড়ি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আবুল কাশেম ভুঁইয়া ৫হাজার ৩১ ভোট পান। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ ৫হাজার ১০ ভোট। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা যুগ্ন জজ আদালতে মামলা দায়ের করেন নৌকা প্রার্থী। এরপর তবলছড়ি ইউপি নির্বাচনের গেজেট স্থগিত করা হয়। এ ঘটনায় ২৩ শে ডিসেম্বর মামলাটির স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। ১২ জানুয়ারী নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া কে চেয়ারম্যান ও অপর ১২ জন সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button