অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীকে খুন, স্বামী লাপাত্তা

মংহাইসিং মারমা,বান্দরবান:
বান্দরবান সদর উপজেলার রাজবিলায় ইউনিয়ের সিংয়াইনু মার্মা (৩০) নামে এক গৃহবধূকে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে হত্যা করে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে স্বামী। ওই নারীর স্বামী রেথোয়াইনু মার্মা (৩৮) ব্যক্তি গ্রাম থেকে পালিয়েছে এবং ব্যবহৃত তার মুঠোফোন ও বন্ধ রয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ২ নং ওয়ার্ডের থংজমা পাড়ায় এই ন্যাক্কাজনক ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে তার স্ত্রীকে হত্যা করে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে ফোন করে জানায় স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্যকে। খবর পেয়ে পাড়ার মানুষ বাসায় গিয়ে দেখে সিংয়াইনু মার্মার লাশ মেঝেতে পড়ে আছে। এ ঘটনার পর থেকে স্বামী রেথোয়াইনু মার্মা নিখোঁজ রয়েছেন। রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শৈসা চিং বলেন, সন্ত্রাসীদের হত্যার কোনো আলামত পায়নি, সন্ত্রাসীরা হত্যা করলে গুলি করতো। এলাকায় কিছু আলাম রেখে যেতো। কিন্তু এখানে এমন কিছু পাই নি। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, থংজমাপাড়া থেকে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। মরদেহ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।